Type Here to Get Search Results !

Lakshmir Bhandar Status Check

লক্ষ্মীর ভাণ্ডার

নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর


প্রকল্পটি কী:
এটি এই রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যদের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রদান প্রকল্প।

কারা এই সুবিধা পাবেন:
২৫ থেকে ৬০ বছর বয়সি, এই রাজ্যের যে কোনও পরিবারের মহিলা সদস্য, কোনও সরকারি/সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা/বিধিবদ্ধ সংস্থা/পঞ্চায়েত/পৌরনিগম/পৌরসভা/স্থানীয় স্বশাসিত সংস্থা/সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে নিয়মিত কোনও চাকুরি থেকে মাসিক উপার্জন করেন না - এইরূপ প্রত্যেক তপশিলি জাতি/ আদিবাসী জনজাতি পরিবারের মহিলা মাসিক ১০০০ টাকা এবং তপশিলি জাতি/আদিবাসী জনজাতি পরিবার ভিন্ন অন্য পরিবারের মহিলা সদস্য মাসিক ৫০০ টাকা সহায়তা পাবেন।

কী কী নথি লাগবে :
১। স্বাস্থ্যসাথী কার্ড-এর স্বপ্রত্যয়িত ফটোকপি।
২। আধার কার্ড-এর স্বপ্রত্যয়িত ফটোকপি।
৩। তপশিলি জাতি/আদিবাসী জনজাতি শংসাপত্র-এর স্বপ্নতায়িত ফটোকপি।
৪। আবেদনকারীর ব্যাঙ্কের পাশবইয়ে অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের ঠিকানা, আই এফ এস কোড এবং এম আই সি আর কোড সহ অন্যান্য দরকারি তথ্য সম্বলিত পৃষ্ঠার স্বপ্রত্যয়িত ফটোকপি।
৫। আবেদনকারীর পাসপোর্ট মাপের রঙিন ফটো।

যথাযথভাবে স্বাক্ষরকরা আবেদনকারীর নিম্নলিখিত ঘোষণাপত্র:
ক) তিনি পশ্চিমবঙ্গের অধিবাসী।
খ) তিনি কোনও সরকারি/সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা/বিধিবদ্ধ সংস্থা/পৌরসভা/স্থানীয় স্বশাসিত সংস্থা/সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে নিয়মিত কোনও চাকুরি থেকে মাসিক উপার্জন করেন না।
গ) আবেদনপত্রে দাখিল করা সকল তথ্য সত্য।

যোগাযোগ: দুয়ারে সরকার ক্যাম্প

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.